

জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী ২১ জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী ১৯৮৪ খ্রিঃ এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা হতে পুর কৌশলে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি চাকুরী জীবনে প্রশিক্ষণ/দাপ্তরিক কাজের অংশ গ্রহণ হিসেবে জাপান, থাইল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স এবং ইতালি ভ্রমণ করেন।
জনাব এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী ১৯৮৬ খ্রিঃ এ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিঃ প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ১৯৬২ খ্রিঃ এ ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।